Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

১)       মৎস্য ও চিংডি চাষে উদ্যোক্তা উন্নয়ন প্রযুক্তি বিষয়ক মৎস্য ও চিংডি চাষে পরামর্শ ও          প্রশিক্ষণ ও প্রদান।

২)       মুক্ত জলাশয়ে মৎস্য সম্পদ উন্নয়নের লক্ষ্যে সমাজ ভিওিক মৎস্য চাষ ব্যবসহাপনা

          কার্যক্রম ও মৎস্য সংরক্ষণ আইন বাসতবায়ন।

৩)      মৎস্য ও চিংডি চাষ উন্নয়নের লক্ষ্যে প্রকল্প প্রণয়ন ও কারিগরী সহায়তা প্রদান।

৪)       উন্নত জাতের পোনামাছ সংগ্রহ ও মৎস্য চাষের বিভিন্ন উপাদান ও উপকরণ সংগ্রহে

          সহযোগিতা প্রদান।

৫)       উপজেলাধীন মৎস্য সম্পদের তথ্য ও উপাত্ত সংগ্রহ পূর্বক উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট

          প্রেরণ।

৬)      মৎস্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত উন্নয়ন প্রকল্পের অধীন গৃহীত কর্মসুচীর বাসতবায়ন।

৭)       মৎস্য মান নিয়মত্রণ ব্যবসহা কার্যকর করার লক্ষ্যে মাছ ও চিংড়ি চাষে অননুমোদিত

          রাসায়নিক দ্রব্য ব্যবহার বন্ধে চাষীদের উদ্ধুদ্ধ করণ ও সংক্রমনের উৎস সনাক্ত করণ।

৮)      জনগণকে মাছ চাষে উন্নত প্রযুক্তি ব্যবহারের লক্ষ্যে উপজেলা পরিষদের উন্নযন

          তহবিলের সহায়তায় প্রদর্শনী মৎস্য খামার সহাপন।

৯)       মৎস্য উৎপাদন বৃদ্ধির কার্যকর ব্যবসহা/ পরিকল্পনা গ্রহণের মাধ্যমে জনগণকে পুষ্ঠি

          যোগানে সহায়তা প্রদান।

১০)     মৎস্য চাষ বিষয়ক প্যাকেজ ভিত্তিক প্রশিক্ষণ/ মত বিনিময়/ সভা আয়োজনের মাধ্যমে

          সম্প্রসারণ সেবা প্রদান।

১১)     অফিসে আগত মৎস্য চাষীদের মৎস্য বিষয়ক পরামর্শ সেবা প্রদান।
১২)     মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ব্যক্তি/ প্রতিষ্ঠানকে ঋণ প্রাপ্তিতে সহায়তা সেবা প্রদান।

১৩)     বাণিজ্যিক ভিত্তিতে মৎস্য চাষে উদ্ধুদ্ধ করতে কারিগরী সহায়তা সেবা প্রদান

১৪)     দেশীয় প্রজাতির মৎস্য সংরক্ষণ ও সম্প্রসারণে সহায়তা সেবা প্রদান।

১৫)     জনস্বার্থে উপজেলা প্রশাসনের অন্যান্য প্রয়োজনীয় সেবা প্রদান।